কিংবা দিশেহারা ধ্রুবতারার সাদা স্বপ্ন রং কি সাদা হয়, আমার জীবনের রং টা কি আমি কখনোই দেখতে পারিনি। অন্য রং দেখতে দেখতে নিজেকে আর সামলাতে পারিনি। সচরাচল যে লেখা গুলো আশেপাশে কথা কয়, সে-গুলোর কোন খানে আমার কোন শব্দ নেই। অগণিত লেখার মাঝে নিজেকে অদ্ভুত ভাবে প্রকাশ করার কোন ইচ্ছাই আমার নেই। আমার আমি গদ্য মেয়ে, তাই আমার জীবনের কোনদিনই মেলানো থাকেনা; শুনতেও লাগেনা ভালো।
গদ্য কবিতা যেমন এক ঘেয়েমো, ভালো লাগেনা।
আমার জীবনের কথাগুলো তেমন।
সংগীত থেকে পালিয়েছি অশোক থেকে হারিয়েছে ছন্দে ছন্দে মাতিয়ে ছিলাম অনেক আগে, যখন দাড়ি কমা এসে দাঁড়ালাম তখন এক ছিন্নমূল কবির পরিচয়ে লেখিকা্ হতে চেয়েছিলাম; অনেক আগে। দেশের
শিক্ষা যতই অগ্রসর হোক না কেন, যতই এগিয়ে চলুক যোগাযোগ, ডান পায়ে যে শৃংখল আছে তা পেছন থেকে টেনে নিয়ে যায় হাহাকারে। আমাকে আটকে রেখেছে দৌড়ানোর সেই বৃত্ত থেকে দূরে।
আমি বুঝতে পেরেছি অনেকটাই পিছিয়ে পড়েছি তারুণ্য থেকে, চঞ্চলতা থেকে, ইচ্ছেগুলো থেকে– অনেক দূরে।।
কেউ যদি আমাকে নিয়ে কবিতা লিখে আমি সাড়া দিতে পারিনা, কেউ যদি আমাকে গোপনে হাতছানি দিয়ে ডাকে জানালা খুলে তাকাতে পারিনা, কেউ যদি আমাকে সবুজ কালি দিয়ে বলে একটি চিঠি লিখে দাও, আমার হাত থড়থড়্ কাঁপে। পৃথিবীর কোন ভাষায় যেন আমি পড়তে পারি না, লিখতেও পারি না। আমি এক জান্নাতের প্রতীক্ষায় জান্নাত বলছি..
না পড়ে যাবার মতই কিছু কথা;
কোনদিনই বলা হলো না .. ..;;
আরো সংবাদ পড়ুন :
- ধর্ম জিজ্ঞাসা ……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল ….প্রবেশ ……….