- বগুড়ার নার্সিংহোমে দুর্বৃত্তদের অতর্কিত হামলা আনোয়ারা নার্সিং হোম এ দুর্বিত্তদের হামলা। — খালেদ হাসান ( প্রধান নিউজ সংগ্রহ ও তথ্যয দেয় )
আনোয়ারা নার্সিং হো,ম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ গত ২২.০৬.২০২০ ইং তারিখে আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় মোছাঃ সালমা আক্তার (৩২) পিওথলিতে পাথর হওয়ার কারনে ভর্তি হয়। উক্ত পাথর অপারেশনের জন্য তার বাবা ও স্বামীর নিকট ১০,৫০০ টাকা চুক্তি পএ সাইন হয় এবং, সেই দিনেই আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকায় অপারেশন সম্পুর্ন হয়।
২৩.০৬.২০২০ ইং তারিখে আনুমানিক দুপুর ১৩:০০ ঘটিকায় মোছাঃ সালমা বেগম এর আত্নীয় মোঃ রুবেল (২৫) পিতা, মোঃ নিজাম সাং সাজাপুর মন্ডল পাড়া, নার্সিং হোম এর পরিচালক মোঃ কামাল হোসেন এর নিকট ৮,০০০ টাকা দিয়ে সালমা বেগম কে ছাড়-পএ প্রদান করতে বলে প্রতিষ্ঠানের পরিচালক ছাড়-পএ দিতে অস্বীকার করলে রুবেল বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে প্রতিষ্ঠান ত্যাগ করে। ২৫.০৬.২০২০ ইং তারিখে বিকাল ১৭:০০ ঘটিকায় সালমা বেগম অপারেশনের ১০,৫০০ টাকা পরিশোধ করে চলে যায়। পর দিন রাএী ২০:০০ ঘটিকার সময় মোঃ রুবেল সহ তার সহযোগী ৬ থেকে ৭ জন কে নিয়ে আনোয়ারা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে পরিচালক মোঃ কামাল হোসেন কে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এক পর্যায়ে গালি গালাজের কথা নিষেধ করলে রুবেল ও তার দল-বল সহ িক্ষপ্ত হয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে পরিচালক সহ নার্সিং হোমের নার্স মোছাঃ রুজি ও মোঃ নাসিম আহম্মেদ এর উপর এলোপাতাড়ী ভাবে লাঠি দিয়ে মারধর করে এবং কেশ থেকে নগদ ৫০,৫০০ টাকা হাতিয়ে নেয় রুবেল ও তার সহযোগীরা।
এ ব্যাপারে বগুড়া শাজানপুর থানায় একটি সাধারন অভিযোগ করা হয়,
অভিযোগ গ্রহনকারী এস আই মোঃ ওহায়েদ
এর সাথে কথা বলে ঘটনার সত্যতা যানা যায়।
এই ঘটনার পরিপেক্ষিতে
কে বা কাহাড়া উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোসাল মিডিয়ায় অপ-প্রচার চালায়।
উল্লেখিত প্রতিষ্ঠানের পরিচালক মোঃ কামাল হোসেন তার প্রতিষ্ঠানটি নিরাপত্তার সহীত পরিচালনা করার জন্য প্রশাসনের কাছে আইনগত ব্যাবস্থা গ্রহনের আবেদন যানান।।
আরো সংবাদ পড়ুন :
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….