G”বদলে যাওয়া ভালোবাসার স্বার্থপর মানুষ”
— খালিদ হোসেন মিলু , (লেখক ও সাংবাদিকবদলগাছী, নওগাঁ )
স্বর্গীয় ভালোবাসা দিয়ে নর-নারীর প্রেম শুরু হয়। দুজনের খেয়ালে তা সামনের দিকে এগোতে থাকে। এর মাঝে কিন্তু অনেক বিষয় এড়িয়ে যাওয়া হয়। আবার অনেক অনাঙ্ক্ষিত বিষয় চলে আসে। সব কিছু ঠিক থাকার পরও সেই সম্পর্ক কেমন যেন বদলে যায়। সময়ের সাথে সম্পর্ক কেন বদলায়? এর ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। ১. প্রেমে পড়ার প্রাথমিক স্বর্গীয় অনুভূতির স্থানে দ্রুত জায়গা করে নেয় বাস্তবতা। শিগগিরই দুজন বুঝতে পারেন যে, তারা আসলে দুই জগতের দুজন মানুষ। তাদের বহু বিষয়ে মতপার্থক্য প্রবল। যার যার চাওয়া-পাওয়া তার তার কাছে অতি গুরুত্বপূর্ণ। ২. এরপর আবারো একের কাছে অপরের অভাববোধ শুরু হয়। সঙ্গী-সঙ্গিনী আবারো একজোট হতে চান। টানাপড়েনের প্রাথমিক ধকল সামলে যখন তারা আবারো মিলে-মিশে জীবন শুরু করেন তখন নতুন এক অনুভূতি তৈরি হয়। হারানো প্রিয় জিনিস ফিরে পাওয়ার মতোই ভালো লাগে তা।
কিন্তু কিছু সময় দুটি সম্পর্কের মাঝে ফাঁটল ধরে একজন আরেক জনের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় ভুলে যায় তার ভালোবাসার মানুষটির সাথে কাটানো অতীত জীবনের স্মৃতিময় দিন গুলি। আর ভালোবাসার মাঝখানে খানিকটা স্বার্থপরতা কাজ করে। ভালোবাসার মানুষটি যদি অতি উচ্চ বিলাসী হয় অর্থ লোভী মনোভাব এর সাথে জড়িয়ে পড়ে তখন সেই মানুষটি বড়ই স্বার্থপর হয়ে যায়। অর্থের মোহে পড়ে আসল খাঁটি হীরাটিকে ছুড়ে ফেলে চোখ থাকতে অন্ধের মত ছুটতে শুরু করে নকল হীরার পিছনে।
সময়ের সাথে বদলে যায় সেই স্বার্থপর ভালোবাসার মানুষটি। তখন সত্যিকারের ভালোবাসার প্রিয় মানুষটি নীরাশার বালু চরে বুকভরা ভালোবাসা নিয়ে অপেক্ষার পহরগনে। সেই মানুষটি জানে যে তার প্রিয় মানুষটিকে হয়ত তার জীবনে আর কখনো ফিরে পাবেনা তার পরও সে নীরবে দূর থেকে
ভালোবেসে যায় আপন মনে। আর স্বার্থপর মানুষটি হয়ত কোন নকল হীরাকে নিয়ে লোভের সাগরে ঢেউ এর সাথে দোল খাচ্ছে।
বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ঐ ‘মা’গো -আমার শোলক বলা কাজলা দিদি কই।
এবার আসুন মূল কথায়, অন্ধকার রাতে আলোর পাখি জোনাকির মিটি মিটি আলোয় পথ চলতে যখন শুরু হয় রঙিন জীবন ঠিক তখনই গল্পের শুরুটা হয় এখান থেকে……..
“”বদলে যাওয়া সময় “”
জীবনের কিছু গল্প থাকে যা সবাইকে বলা যায় না,, জীবনের ডায়েরীর পাতাতে সেই গল্পটা অসমাপ্ত থেকে যায়, ডায়েরীর শেষ পৃষ্ঠা পর্যন্ত আর লেখা হয় না।গল্পটার মাঝ পথেই সব কিছু হারিয়ে যায়।সময়ের ব্যবধানে হারিয়ে যায় সেই গল্পের মূল ব্যক্তিটি, যাকে নিয়ে লেখা শুরু হয়ে ছিল, মাঝ পথেই থেমে থাকে এই জীবনের গল্প।
সময়ের সাথে সাথে প্রায় সব কিছুই বদলে যায়। মানুষের মনটাও সময়ের ব্যবধানে বদলে যায় অথবা বদলাতে বাধ্য হয়, যদি মানুষের মনটাই বদলে যায় তাহলে সেই মনের ভালোবাসাটাও বদলাতে বাধ্য।
সময় বদলায়, সম্পর্কও সময়ের সাথে সাথে বদলায়, দুটো মানুষের একজন সম্পূর্ন বদলে যায়, বদলায় নাহ্ শুধু অন্য মানুষ টা।আজীবন পুরোনো সময়টা কে আকড়ে বেঁচে থাকতে চায় সে, সঙ্গী হয়ে থাকে অঢেল অপেক্ষা, চোখের জল আর পুরোনো স্মৃতি গুলো।
কিছু মানুষকে আমরা হারাতে চাই না, তবু তারা সময়ের ব্যবধানে হারিয়ে যায়।কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই সারাজীবন, কিন্তু সে সব সম্পর্ক সময় আর পরিস্থিতির কারণে ধরে রাখা সম্ভব হয় না।
কিছু সম্পর্ক হয় ক্ষণিকের, বাতাসের মতো ছোঁয়া দিয়ে আবার চলে যায়, পাখির পালকের মতো ফেলে যায় কিছু ভুলতে না পারা স্মৃতি। মানুষ পরিবর্তন হবে।এটাই স্বাভাবিক।
কিন্তু পরিবর্তনটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে তা ক্ষতি ছাড়া আর কিছুই করে না।
বছর ঘুরে নতুন বছর আসে, সেই পুরানো বছরে যেই মানুষটা আপনার হাতে হাত রেখে জীবনের পথে এক সাথে হাটবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। সেই মানুষটা এই নতুন বছরে আপনার পাশে নেই সময়ের পরিবর্তনে হয়তো সেই মানুষটি অন্যকারও হাতে হাত রেখে একোই ভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে অথবা আপনার কাছ থেকে দূরে চলে গেছে।
কোন এক বর্ষামুখর দিনে যে মানুষটি আপনার পাশে ছাতা নিয়ে হেটেছিল আজ সেই মানুুষটি আপনার পাশে হাটতে বিরক্ত বোধ করে।
বর্ষা এলেই যেন আপনার মনের দরজায় সেই স্মৃতি গুলো বারবার কড়া নাড়তে থাকে।
কিছু কিছু মানুষ সময়ের সাথে সাথে এতটা বদলে যায় যে তার অনেকদিনের চেনা মানুষটার কাছে সে বড় অচেনা হয়ে যায়, এই মানুষগুলোর পরিবর্তনের জন্যই হয়তো কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বদলে যায়।
কিছু সম্পর্কের মাঝে উড়ে এসে জুড়ে বসে তৃতীয় কোন ব্যক্তি, পুরানো সম্পর্কে ভুলে নতুন করে জুড়তে থাকে নতুন কোন সম্পর্ক। ভুল বোঝাবুঝি শুরু হয় অনেকদিনের পুরানো কোনো সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয় সেই সম্পর্কে।
অনেক বছরের আপন সেই মানুষের কথা গুলোও হয়তো বড্ড বিরক্ত লাগে তখন।
ভেঙ্গে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগবে ভেবে আশায় বুক বাঁধে অনেকে, সেই আশা পুরণ হবেনা জেনেও আশায় থাকে কিছু মানুষ।
সময়ের ব্যবধানে ভুল বোঝাবুঝি সব সম্পর্কের মাঝেই হয়, কিন্তু সেই ভুলটা ধরিয়ে দেবার মানুষ খুব কম সম্পর্কে দেখা যায়। যাকে ভুল বোঝা হয় তাকেও সুযোগ দেয়া হয়না ভুলটা বিশ্লেষণ করার, আর আজ কাল যদি কেউ সুযোগ দিয়েও থাকে তবু কেউ কেউ সেই সুযোগটা নিতে চায় না অভিমানে।
নদী যখন সাগরের মোহনায় এসে মিলিত হয়। কিন্তু এখন দেখি স্বার্থপর নদীগুলো আজকাল সাগর কে ছুড়ে ফেলে পুকুরে এসে ডুবুরি( ডুব) দেয়।
স্বার্থের পৃথিবীতে ভালোবাসা আজ বড্ড অসহায়, স্বার্থপর মানুষ গুলি আজ প্রকৃত ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে অর্থের মোহে পড়ে নিজেকে বিলিয়ে দেয় অন্যকারও কাছে। ঠিক তখনই ভালোবাসার গল্পের ডাইরিটা অসমাপ্ত রয়ে যায়।
আরো সংবাদ পড়ুন :
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….