- নওগাঁর বদলগাছীতে ধর্ষণ ও যৌন নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়ার দাবীতে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। -খালিদ হোসেন মিলু (
[ নারী ও শিশু নির্যাতন ] বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুর ১২টায় বদলগাছী চৌরাস্তা মোড়ে তিনদিন ব্যাপী এই গণস্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা-ই বদলগাছী’ এ গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। ‘আমরা-ই বদলগাছী’র সভাপতি মীর সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো স্বাক্ষর করেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক ও ‘আমরা-ই বদলগাছী’র উপদেষ্টা মোজাফ্ফর হোসেন উকিল, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কারিগরি কলেজের সহকারি অধ্যাপক সরদার গোলাম কিবরিয়া, মনিরুল ইসলাম সাজু, রজত গোস্বামী, বাবর আলী, গোপাল কিশোর , রেজওয়ানুল করিম, সাংবাদিক আবু জর গিফারী, আসাদুজ্জামান ভুট্টু প্রমূখ।
‘আমরা-ই বদলগাছী’র সভাপতি মীর সাব্বির আহমেদ চৌধুরী জানান, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত গণস্বাক্ষর কার্যক্রম শেষে স্বাক্ষরিত অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর প্রেরণ করা হবে এবং ১০ ফুট দৈর্ঘ্যরে গণস্বাক্ষরিত একটি ব্যানার জনসম্মূখে টাঙিয়ে দেওয়া হবে।
আরো সংবাদ পড়ুন :
-
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….