- হলুদ বিহারও জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় হালনাগাদ করণে অংশীজন সভা -খালিদ হোসেন মিলু ( সিনিয়র সংবাদদাতা এবং তথ্য দায়)
[ ঐতিহ্য সংবাদ ] নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রাচীন নিদর্শন ঐতিহাসিক হলুদ বিহার ও ধামুইর হাট উপজেলার জগদ্দল বিহার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় হালনাগাদ করণে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার যাদুঘর সভাকক্ষে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪টায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোছাঃ নাহিদ সুলতানার আহবানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হান্নান মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্নতত্ব অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিরুজ্জামান, বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, ধামুইর হাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহির, ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, পাহাড়পুর বৌদ্ধবিহার কাষ্টডিয়ান ফজলুল করিম, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমূখ। বক্তারা প্রধান অতিথির নিকট দাবী করেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের খুব কাছাকাছি অবস্থিত হলুদ বিহার।
সেখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভ্রমনে আসে। পাহাড়পুরে আসা দেশী বিদেশী পর্যটকদের আগমন ঘটে হলুদ বিহারে। এজন্য বক্তারা হলুদ বিহার সহ জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় হালনাগাদ করণের জোর দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হলুদ বিহার ও জগদ্দল বিহারের পাশাপাশি আগ্রাদিগুণ খনন করার ঘোষনা দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্নতত্ব অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিরুজ্জামান, বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, ধামুইর হাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহির, ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, পাহাড়পুর বৌদ্ধবিহার কাষ্টডিয়ান ফজলুল করিম, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমূখ। বক্তারা প্রধান অতিথির নিকট দাবী করেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের খুব কাছাকাছি অবস্থিত হলুদ বিহার।
সেখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভ্রমনে আসে। পাহাড়পুরে আসা দেশী বিদেশী পর্যটকদের আগমন ঘটে হলুদ বিহারে। এজন্য বক্তারা হলুদ বিহার সহ জগদ্দল বিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় হালনাগাদ করণের জোর দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হলুদ বিহার ও জগদ্দল বিহারের পাশাপাশি আগ্রাদিগুণ খনন করার ঘোষনা দেন।
আরো সংবাদ পড়ুন :
-
-
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….
-