-
- স্কুলের ভেতরে বা স্কুলের সাথে অন্যান্য স্কুলের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে এক অসাধারণ উপায় l আর সে কি বাস্তবায়ন করে একটি উদাহরণ স্থাপন করল নন্দীগ্রাম স্কুল বিতর্ক প্রতিযোগিতা নিয়োজিত ব্যক্তিবর্গ – আরমান হোসেন ডলার ( সমাজসেবক এবং উপদেষ্টা সদস্য)
[ শিক্ষা সংবাদ ]৬ ডিসেম্বর, ২০ তারিখে সকাল ১১ টায় ক্লাস রুম, রনবাঘা দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম- বগুড়ায় ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: একরামুল হক সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসা জনাব খালেদা ইয়াসমিন, একাডেমি সুপারভার জনাব নাছরিন সুলতানা নন্দীগ্রামসহ উক্ত বিদ্যালয়ের এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষকমন্ডলী সহ ৭০জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
বির্তক প্রতিযোগিতার বিষয় ছিল “ আইন না সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে”।
পক্ষে এবং বিপক্ষে দলে মধ্যে বির্তকের মাধ্যমে পক্ষে দল চ্যাম্পিয়ান হিসেবে নির্বাচিত হয়।
পক্ষে দলে অবস্থন ছিলেন ১. ঐতিহ্য রানী(দলনেতা) , ২. মোছা হাফছা খাতুন, ৩. শশী প্রামানিক।
বিপক্ষে অবস্থান ছিলেন ১. সাদিয়া ইসলাম উর্মি(দলনেতা), ২. তাসনিম নাহার ও ৩.সিনহা ইসলাম। শ্রেষ্ট বক্তার হিবেবে নির্বাচিত হয়েছে ঐতিহ্য রানী (দলনেতা)।
উক্ত অনুষ্টানে তিন জন বিচারকের ভুমিকায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: একরামুল হক সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, জনাব খালেদা ইয়াসমিন, একাডেমি সুপারভার জনাব নাছরিন সুলতানা।
সভাপতি ছিলেন প্রধান শিক্ষক জনাব মো: আজমীরি বকুল, রনবাঘা দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম পরিচালনায় ও স্বাগত বক্তব্য ছিলেন প্রকল্প সমন্বয়কারি, লাইট হাউস জনাব রশিদা খাতুন বির্তক প্রতিযোগিতার লক্ষ্য, উদেশ্য ও নিয়ম কানুন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান বিচারক বলেন নারীদের পিছনে রেখে আমাদের দেশের অগ্রগতি সম্ভব নয়। নারী ও পুরুষ একই সাথে এগিয়ে গেতে হবে। আজকে যারা অংশগ্রহন করিয়েছে তারা আগামীতে আরো ভাল করবে এবং তোমাই সুনাগরিক হিসেবে দেশে প্রতিষ্টিত হবে। আমি লাইট হাউসকে ধন্যবাদ জানাই এরকম গ্রামের স্কুল বেছে নিয়ে বির্তক প্রতিযোগিতার আয়োজনের জন্য। আমি অনুরোধ জানাই উপজেলায় সব স্কুলে একইভাবে পর্যায়ক্রমে বির্তক প্রতিযোগিতার আয়োজন করার জন্য”। ছাত্র-ছাত্রীদের করোনা মোকাবেলা, সচেতনতা, স্বাস্থ্যবিধি মানার জন্য বিশেষ অনুরোধ করা হয়।
বাস্তবায়নেরঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
আর্থিক সহায়তাঃ ইউএসএআইডি।
আরো সংবাদ পড়ুন :
-
-
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….
-