-
- নওগাঁর বদলগাছীতে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি র অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। – খালেদ হাসান (সিনিয়র সংবাদদাতা এবং তথ্য দায়)
[ সারাদেশ গুরুত্বপূর্ণ প্রতিবেদন] জানাযায়,উপজেলার কোলা ইউপির নিরলী-বনগ্রাম রাস্তার পাশের মেহগনি ও লম্বু ৯টি গাছ কেটে বিক্রি করেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
গত ১লা ডিসেম্বর মঙ্গলবার কোলা ইউপির নিরলী গ্রামের মৃত মাখন এর ছেলে জুগল ও শ্রী ফটিক চন্দ্র দিনের বেলা প্রকাশ্যে
নিরলী বনগ্রাম রাস্তার দক্ষিণ পাশে ছোট বড় ৯টি গাছ কেটে ৩ হাজার পাঁচশত টাকায় নামমাত্র মূল্যে বিক্রি করে আক্কেলপুর উপজেলার কাঠব্যবসায়ীর কাছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন রাস্তার গাছ গুলি জুগল এবং ফটিক চন্দ্র লোকজন দিয়ে গাছ কেটে নিয়ে গিয়েছে।
জুগল বলেন, আমি ৩বছর পূর্বে এই গাছ গুলি রোপণ করেছিলাম। রাস্তার পাশে আমার জমির ফসল গাছের ছায়ায় নষ্ট হচ্ছে তাই গাছ গুলি কেটে বিক্রি করেছি।
স্থানীয় ইউ সদস্য জাহাঙ্গীর আলম উজ্জ্বল বলেন আমি গাছ কাটার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম, এলাকার লোকজন বলছে গাছ গুলি রাস্তার। আমি জুগল কে প্রশ্ন করি গাছ রাস্তার না তার জমিতে সে প্রতিউত্তরে বলে রাস্তার গাছ কিন্তু আমার জমির রবিশস্য নষ্ট হচ্ছে গাছের কারণে তাই বিক্রি করেছি।
গাছ ব্যবসায়ী লেবু বলেন, গাছ গুলোর বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা বিক্রি হত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃসুমন জিহাদী বলেন, রাস্তার গাছ কাটার বিষয়টি সম্পর্কে আমি জানিনা, তবে আমি গাছ কাটার বিষয়টি খোঁজ খবর নিব, যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন :
-
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….