-
- র্যাব-১২ কর্তৃক বগুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
-খালেদ হাসান ( প্রধান সংবাদ সংগ্রহ এবং তথ্য দায় )
- র্যাব-১২ কর্তৃক বগুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
[সারাদেশ ] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘‘র্যাব সেবা সপ্তাহ’’ উপলক্ষে বগুড়া জেলার সদর থানাধীন, সাবগ্রামে হাইওয়ে রোডের পার্শ্বে ‘‘দি মুন লাইট কেজি এন্ড হাইস্কুল’’ এ ৫ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের খামারকান্দি গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন র্যাব-১২, বগুড়া ক্যাম্প। র্যাব সন্ত্রাসী, মাদক, জঙ্গী দমনের পাশাপাশি অসহায়, দুঃস্থ, আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখছে।
র্যাব-১২, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০.৪৫ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘‘র্যাব সেবা সপ্তাহ’’ উদযাপনের অংশ হিসেবে বগুড়া জেলার সদর থানাধীন, সাবগ্রামে হাইওয়ে রোডের পার্শ্বে ‘‘দি মুন লাইট কেজি এন্ড হাইস্কুল’’ এ ৫ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের খামারকান্দি গ্রামের ১৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, ২ নং ওয়ার্ড সদস্য মোঃ জিল্লুর রহমান, ৩ নং ওয়ার্ড সদস্য আবু বক্কর ছিদ্দিক রেজাসহ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরো সংবাদ পড়ুন :
-
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….