- বিশিষ্ট সাংবাদিক মির্জা আমজাদ হোসেনের মেজ পুত্র মির্জা সেলিম রেজা নবনির্বাচিত (জেইউবি) সভাপতি…
-সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মানবাধিকার এবং ক্রাইম সংগঠনের নেতৃবৃন্দ।
[চিঠিপত্র ] আরমান হোসেন ডলার…: সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) ত্রি-বাষিক ২০২১ নির্বাচনে সভাপতি পদে মির্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদে গনেশ দাস পুনরায় নির্বাচিত।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের পক্ষ থেকে সৌজন্যে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, মোঃ মাহিদুল হাসান মাহি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন কেন্দ্রীয় কমিটি, মোঃ মতিন খন্দকার সহ-প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি, জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া শহর কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক খালেদ হাসান, স্টাফ রিপোর্টার দৈনিক মুক্ত বার্তা।
অন্যান্য পদে যারা নির্বাচিত হলেনঃ
👉 সহ সভাপতি – আব্দুর রহিম,
👉 যুগ্ম সম্পাদক সম্পাদক – আব্দুল ওয়াদুদ,
👉 সাংগঠনিক সম্পাদক – মাহাফুজ মন্ডল,
👉 কোষাধ্যক্ষ – আজিজুল হামিক রুমন,
👉 দপ্তর সম্পাদক – ফেরদৌসুর রহমান,
👉 কার্য্য নিবার্হী সদস্য – এস এম আবু সাঈদ ও
আতাউর রহমান মিলন।
সেই সময় নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে জয় লাভের জন্য সংগঠনের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল কে জানাই আন্তরিক ধন্যবাদ।।
আরো সংবাদ পড়ুন :
-
-
- ধর্ম জিজ্ঞাসা……………প্রবেশ ……..
- ইতিহাস .…প্রবেশ ……….
- নারী ও শিশু .…প্রবেশ ……….
- লাইফস্টাইল….প্রবেশ ……….
- আমাদের ফেসবুক পেজ….. প্রবেশ ……….
-